বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশবাসীর সহযোগিতা নিয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।
আজ রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভিডিওবার্তায় সরকারপ্রধান বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমি দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন জাতির পিতার আদর্শকে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’