টি-টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেটের সেঞ্চুরি

SHARE

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ফরম্যাটে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
তিন ম্যাচের সিরিজের শেষটিকে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনার ডেভিড মালান দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। তাকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে টি-২০ উইকেটের সেঞ্চুরি করেন এই সাতক্ষীরা এক্সপ্রেস।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮১ টি-২০ ম্যাচ খেলে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-২০ অভিষেক হওয়া মুস্তাফিজ।
এর আগে বাংলাদেশের হয়ে টি-২০ ফরম্যাটে একশ’ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ফরম্যাটে তিনশ’ উইকেট নেওয়া সাকিবের উইকেট এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১২ ম্যাচে ১৩০টি।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ষষ্ঠ বোলার হিসেবে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ। সাকিব ছাড়া তার চেয়ে বেশি উইকেট কেবল রেকর্ড শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের ইশ শোধি, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদির।
সাকিব ও মুস্তাফিজ টি-২০ ফরম্যাটে একশ’ উইকেট নিলেও আর কোন বাংলাদেশী বোলার পঞ্চাশ রানের গন্ডি পেরোতে পারেননি। তিনে থাকা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের উইকেট ৪৪টি। আল আমিন ও মাশরাফির উইকেট যথাক্রমে ৪৩ ও ৪২টি।