কোয়ার্টারে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান

SHARE

ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগেই একটা ভালোমানের হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। জার্মান ক্লাব আরবি লেইপজিগের মাঠে গিয়ে গোল হজম করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
যদিও তারা হারেনি। ১-১ গোলে ড্র করে এসেছে তারা। এবার নিজের মাঠে শেষ আটে ওঠার লড়াইয়ে মাঠে নামবে জার্মান ক্লাব লেইপজিগের বিপক্ষে। পেপ গার্দিওলার দল কী পারবে আজ জার্মান বাধা পার হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে?
নিজেদের মাঠেই লেইপজিগের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। তিন সপ্তাহ আগে ১-১ গোলে ড্র করে এলেও নিজেদের মাঠে এবার নিশ্চিত ফেভারিট সিটিজেনরা।
অন্যদিকে আজ শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এবং পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। মিলানের দলটিকে স্বাগত জানাবে পর্তুগিজ ক্লাবটি।
তিন সপ্তাহ আগে মিলানের মাঠে খেলতে এসে ১-০ গোলে হেরে গিয়েছিলো পোর্তো। পরিবর্তিত ফুটবলার রোমেলো লুকাকু একমাত্র গোলটি করেন। ওই ম্যাচে ৭৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পোর্তো। ওতাভিও লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন।
এবার ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার পালা। এফসি পোর্তো কী পারবে অন্তত ২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে? আপাতত সে ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। রাত দুইটায় এক সঙ্গেই শুরু হবে ম্যাচ দুটি।