‌‘আমার সম্পর্কে মিডিয়ায় যা আসে, সবই গুজব’

SHARE

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম দুই ওয়ানডের মধ্যে এক দিনের বিরতি। আর ওই বিরতির দিনই ফ্যাশন হাউজের অনুষ্ঠানে অতিথি হয়ে যোগ দেন বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে একটি ফ্যাশন হাউজের অনুষ্ঠানে যোগ দেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং বাংলাদেশ দলের প্রধান চালিকাশক্তি সাকিব। কিন্তু সিরিজের মধ্যে এমন অনুষ্ঠানে যোগ দেয়ার অনুমতি কে দিল তাকে? তিনি কার অনুমতি নিয়ে ওই অনুষ্ঠানে গেছেন? এবং আদৌ কোনো অনুমতি নিয়েছেন কিনা? তা জানানোরও কেউ নেই।
তবে বিষয়টি না জানা গেলেও এটা জানা যায় যে, টাইগারদের উৎসাহ জোগাতে অনুপ্রাণিত করতেই হোটেল সোনারগাঁয়ে জাতীয় দলের টিম হোটেলে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হসান পাপন।
পাপনের নিজের মুখের স্বীকারোক্তি, সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে ও কথা বলতেই বৃহস্পতিবার রাতে বাংলাদেশের টিম হোটেল সোনারগাঁ প্যানপ্যাসিফিকে গিয়েছিলেন।
যেহেতু মঙ্গলবার প্রথম ম্যাচের আগের রাতে সাকিব টিম হোটেলে ছিলেন না, অপো মোবাইলের এক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, তাই দেখা হয়নি, বৃহস্পতিবার (২ মার্চ) রাতে বোর্ড সভাপতিকে টিম হোটেলে আসার আমন্ত্রণটা সাকিবই জানিয়েছিলেন।
কিন্তু পাপন যখন হোটেল সোনারগাঁয়ে দলের সাথে দেখা করতে গেছেন, ঠিক সেই সময় সাকিব ব্যস্ত ‘ব্লুচি’ নামের এক ফ্যাশন হাউজের প্রোগ্রামে।
সেখানে সাকিব মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমার সম্পর্কে মিডিয়াতে যা আসে তার সবই গুজব। এবং হাস্যকর।’
উল্লেখ্য, শুক্রবার (৩ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ম্যাচটি আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। এর আগে প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৩ উইকেটে হারে টাইগাররা।