শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী : স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটাতেই বিশ্বাসী। আর বর্তমান সময়ে বাংলাদেশ আলোকিত পথ ধরে চলছে। এ আলোকিত পথ থেকে দেশ সামনে বিচ্যুত হবে না।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ যে আলোকিত পথ ধরে চলছে, তা ধরে রাখতে জনগণ বর্তমান সরকারকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করবে। রাজাকার, আলবদরদের যারা আশ্রয় দিয়েছিল, তাদের সময় দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য পঁচাত্তর পরবর্তী দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; লড়াই-সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোর পথে চলছে। তিনি নেতৃত্বে থাকলে দেশ আলোর পথ থেকে কখনোই বিচ্যুত হবে না।
নিজ প্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আজকে আমি নেতা এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কারণে। আজ যা হয়েছি, এর পেছনে এ বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান। ১৯৬৬ সালে শেখ মুজিব যখন ছয় দফা দিলেন, তখন আমি তৎকালীন জগন্নাথ কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। আমাদের নেতারা তখন ৬ দফার মূল ভিত্তি আমাদের বোঝাতেন।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে যদি না পড়তাম, তাহলে হয়তো আমি বীর মুক্তিযোদ্ধা, একজন নেতা এবং একজন মন্ত্রী হওয়ার দুর্বার গতি আমার হতো না। জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকেই আমার গতিটা দুর্বার। কেউ আমাকে বাধা দিতে পারত না।