লোকজ সংস্কৃতি আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে : নৌ প্রতিমন্ত্রী

SHARE

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কবির নাম জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। যিনি চারনের বেশে এই নদী মাতৃক বাংলাদেশে নদীর তিরে তিরে পাহাড় পর্বতে সমতলে ঘুরেছেন দেশের মানুষের কল্যানে কাজ করেছেন। ছাপান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছেন। বিভিন্ন ধর্ম বর্ণ গোষ্ঠীর সাথে কথা বলেছেন জেনেছেন এবং সকলের সম্মিলিত উচ্চারন যেটা আমরা ৭ মার্চের ভাষনে পাই তিনি যেই কবিতাটি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এটাই আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ট কবিতা। যেই কবিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যেই কবিতা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। যেই কবিতার পথ ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বির্নিমাণ হয়েছে।
তিনি আরো বলেন, আমরা এই সোনার বাংলাকে ধরে রাখতে চাই। এই সোনার বাংলাকে ধরে রাখতে হলে আমাদের সংস্কৃতির কোন বিকল্প নেই। আমাদের কবি সাহিত্যিকদের জানতে হবে সেটাকে ধারন করতে হবে এবং সেটাকে লালন করতে হবে। তাহলেই আজকেই এই চারণ উৎসব স্বার্থক হবে।
গতকাল ২৮ জানুয়ারি শনিবার বিকালে বোচাগঞ্জের রবিন্দ্র-নজরুল মঞ্চে জাতীয় চারণ কবি সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী চারণ কবি উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, রবিন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম,এ কুদ্দুস সরকার প্রমুখ।
এসময় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামীম আযাদ, উপজেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন,