বিশ্ববাজারে ৯ মাসে সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

SHARE

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। বুধবারও (২৫ জানুয়ারি) মূল্যবান ধাতুটির মূল্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দর কমেছে। এছাড়া দেশটির আসন্ন অর্থনৈতিক উপাত্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। কারণ, এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার নির্ধারণে প্রভাব রাখবে।
আগামী সপ্তাহে বৈঠকে বসবেন ফেডের নীতি-নির্ধারণী কর্মকর্তারা। এর আগেই মার্কিন অর্থনীতির তথ্য প্রকাশিত হবে। সেটার উপর নির্ভর করে সুদহার বাড়াবেন তারা। ফলে গুরুত্বপূর্ণ সম্পদের দাম বৃদ্ধি পেয়েছে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৪৪ ডলার ৮৬১৯ সেন্টে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৪২ ডলার ৬ সেন্টে। গত এপ্রিলের পর যা সর্বোচ্চ পর্যায়ে।
এদিন ডলার সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ আকর্ষণীয় হয়ে উঠেছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বাজার বিশ্লেষক রুপার্ট রাউলিং বলেন,ফেডের বৈঠকের আগে ডলারের দরপতন হয়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অর্থনৈতিক তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র সরকার। আর ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বৈঠক করবেন ফেডের কর্মকর্তারা।