ঘরোয়া কাজে সব থেকে এগিয়ে স্লোভেনিয়ার পুরুষরা

SHARE

smartboy‘সংসার সুখের হয় রমণীর গুণে’। কথাটি অক্ষরে অক্ষরে পালন করেন ভারতের পুরুষ সমাজ। অফিসে এত কাজ। বাড়িতে গিয়ে আবার এটা-ওটা-সেটা! মামার বাড়ির আব্দার আর কী? হবে না, স্রেফ হবে না। বেশির ভাগ ভারতীয় পুরুষদের এমনই ‘মতাদর্শ’।

ইকনমিক কোঅপরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডেটার একটি সমীক্ষা অনুযায়ী ঘরোয়া কাজ করার ব্যাপারে সব থেকে অলসের তকমা পেয়েছন ভারতীয় পুরুষরা

আসুন দেখে নেওয়া যাক, সংসার সুখের করতে গিন্নিদের সঙ্গে কোমর বেঁধে ঘরোয়া কাজ করতে এগিয়ে কোন কোন দেশ।

১. স্লোভেনিয়া: এ দেশের পুরুষরা ঘরোয়া কাজ করতে সব থেকে এগিয়ে। সারা দিনে গড়ে প্রায় ২ ঘণ্টা (১১৯ মিনিট) ঘরের নানা কাজকর্ম করে থাকেন। মহিলারা খরচ করেন সাড় ৩ ঘণ্টা।

২. ডেনমার্ক: ডেনিশ পুরুষরাও খুব একটা পিছিয়ে নেই। তারা দিনে গড়ে পৌনে ২ ঘণ্টা (১০৭ মিনিট) ঘরের কাজে খরচ করেন। সেখানে মহিলারা খরচ করেন আড়াই ঘণ্টা।

৩. ফ্রান্স: ফরাসি পুরুষদের শিল্প প্রীতির কথা সকলেরই জানা। এর সঙ্গে গড়ে তারা প্রায় ১ ঘণ্টা ৩৮ মিনিট সময় খরচ করেন। মহিলারা ঘরের কাজে সময় দেন ২ ঘণ্টা ৩৮ মিনিট।

৪. অস্ট্রেলিয়া: চার নম্বরে রয়েছেন অজি পুরুষরা। তারা দিনে গড়ে ৯৩ মিনিট খরচ করেন। মহিলারা অতিবাহিত করেন প্রায় পৌনে ৩ ঘণ্টা।

৫. জার্মানি: জার্মান পুরুষরাও গড়ে দিনে দেড় ঘণ্টা ঘরের কাজের জন্য সময় দেন। মহিলারা দেন পৌনে ৩ ঘণ্টা।

৬. আমেরিকা: ওবামার দেশে পুরুষরা গড়ে দিনে ৮২ মিনিট ঘরের কাজের জন্য সময় দেন। সেখানে মহিলারা সময় দেন প্রায় ২ ঘণ্টা।

৭. দক্ষিণ আফ্রিকা: ম্যান্ডেলার দেশে পুরুষরা দিনে গড়ে ৬৯ মিনিট ঘরোয়া কাজ করেন। অন্য দিকে মহিলারা করেন প্রায় সাড়ে ৩ ঘণ্টা।

৮. ব্রিটেন: ব্রিটিশ পুরুষরা দিনে গড়ে ৬৬ মিনিট ঘরোয়া কাজে অতিবাহিত করেন। মহিলারা করেন প্রায় সোয়া ২ ঘণ্টা।

৯. আয়ার্ল্যান্ড: প্রতিবেশী দেশ আয়ার্ল্যান্ডের পুরুষরাও খুব বেশি পিছিয়ে নেই। তারা দিনে ৪৯ মিনিট ঘরোয়া কাজে সময় দেন। মহিলারা খরচ করেন প্রায় সোয়া ২ ঘণ্টা।

১০. ভারত: আপাতত লাস্টের দিক থেকে ফার্স্ট। সারা দিনে গড়ে মাত্র ১৯ মিনিটই ঘরের কাজে মহিলাদের একটু সাহায্য করেন। সেখানে মহিলারা দিনে গড়ে প্রায় ৫ ঘণ্টা সময় দেন।