ফের টুইটারে কর্মী ছাঁটাই

SHARE

আবারও কর্মী ছাঁটাই করল বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টুইটারের গ্রাহক সুরক্ষা দলের (ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম) আয়ারল্যান্ড ও সিঙ্গাপুর অফিস থেকে কমপক্ষে ১২ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকেই ওইসব কর্মীদের ছাঁটাই কার্যকর হয়।
ব্লুমবার্গ আরও জানায়, ছাঁটাই হওয়াদের মধ্যে রয়েছে সম্প্রতি নিয়োগ পাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাইট ইন্টিগ্রিটি বিভাগের প্রধান নূর আজহার বিন আইয়ব এবং টুইটারের রাজস্ব নীতি বিভাগের জ্যেষ্ঠ পরিচালক অ্যানালুইসা ডমিঙ্গুয়েজ।
টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের ভাইস প্রেসিডেন্ট এলা আরউইন ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে রয়টার্সকে বলেন, ‘আমাদের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমে হাজার হাজার লোক যারা কনটেন্ট মডারেটের কাজ করে তাদের ছাঁটাই করা হয়নি।’
খরচ কমাতে গত নভেম্বরে ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করে টুইটার।