মুক্তিযুদ্ধের কথা শুনলে ফখরুলদের অন্তর জ্বলে : কাদের

SHARE

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাওয়ার সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে। এ কারণেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান না মির্জা ফখরুলরা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, ‘যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) নাকি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে।’
কাদর বলেন, ‘মির্জা ফখরুল নাটক শুরু করেছেন। তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) না কি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে।’
ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ মন্তব্য করে কাদের বলেন, ‘সম্প্রতি তিনি বলেছেন সেইফ এক্সিট করতে। আমরা তাকে বলছি, নির্বাচনই হবে সেইফ এক্সিটের একমাত্র পথ। কোনো চোরা রাস্তায় ক্ষমতায় যাওয়ার বাসনা করবেন না।’
সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উচ্চারণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজশাহীকে বলেছি কোথাও গাড়ি বন্ধ হবে না। ঢাকায়ও পরিবহন বন্ধ হবে না। এরপর যদি আগুন নিয়ে, লাঠি নিয়ে নামেন তাহলে সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবে। আমরা ক্ষমতায় আছি তাই আমরা ক্ষমতায় থেকে দেশে কোনো অশান্তি চাই না।’