ক্যাসেমিরোকে বিশ্বসেরা মিডফিল্ডার বললেন নেইমার

SHARE

গতকাল কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। এদিন শুরু থেকে দাপট দেখিয়ে খেললেও প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস গোল করলেও বাদ হয়ে যায় অফসাইডে। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়নদের হতাশ হতে দেননি ক্যাসেমিরো।
ম্যাচের ৮৩তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন ম্যান ইউয়ের এই তারকা ফুটবলার। ক্যাসেমিরোর পার্থক্য গড়ে দেওয়া এই গোলের অ্যাসিস্ট ছিল রদ্রিগোর। রিয়াল ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্যাসেমিরো।
সুইজারল্যান্ডের বিপক্ষে বিজয়ের দিনে দলটির তারকা ফুটবলার নেইমার দলের সঙ্গে মাঠে না থাকলেও জয়ের নায়ক ক্যাসেমিরোকে ভাসালেন প্রশংসার জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নেইমার জানালেন ক্যাসেমিরো বিশ্বসেরা মিডফিল্ডার।
টুইটারের সেই পোস্টে নেইমার যেমনটা লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’