বিশ্বকাপে টিকে থাকতে আজ রাতে মাঠে নামছে জার্মানি

SHARE

গেল রাশিয়া বিশ্বকাপেও ভাগ্য সঙ্গে ছিল না। বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবারো কী তেমন পরিণতি অপেক্ষায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির? কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১-২ গোলে হেরে শুরুতেই বিদায়ের আতঙ্ক চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান শিবিরে।
আজ রোববার দিবাগত রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি। টমাস মুলারদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছে অনেকটাই আজকের ম্যাচের উপরে। যদিও চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছিল স্পেন। ৭-০ গোলে দারুণ জয়ের পর শেষ ষোলো একপ্রকার নিশ্চিত করে রেখেছে স্পেন।
দুই বছর আগে উয়েফা নেশন্স কাপে জার্মানিকে ৬-০ হারিয়েছিল লুইস এনরিকের দল স্পেন। ২০১০ সালের বিশ্বকাপেও স্পেন জিতেছিল ১-০ ব্যবধানে। জাপানের কাছে জার্মানি হারার পর প্রবল চাপে রয়েছে। তবে স্বস্তিতে নেই স্পেন কোচ এনরিক। গতকাল সংবাদ সম্মেলনে স্পেন বসের কন্ঠে এমনই কথা শোনা গেলো।
এনরিক বলছিলেন, ‘জার্মানি বিশ্বফুটবলের অন্যতম সেরা শক্তি। ওদের দলে একাধিক এমন ফুটবলার আছে, যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তা ছাড়া আমাদের মতো ওরাও প্রচুর পাস খেলে আক্রমণে ওঠে।’
এনরিক আরো বললেন, ‘আমরা কাউকেই সমীহ করি না। কোস্টারিকার মতো জার্মানির বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবলই খেলতে বলছি ছেলেদের। আমাদের লক্ষ্য রোববারই বিশ্বকাপের শেষ ষোলোয় ছাড়পত্র আদায় করে নেওয়া। জিততে না পারলে পরিস্থিতি একটু কঠিন হয়ে পড়বে। কারণ, শেষ ম্যাচে আমাদের খেলতে হবে জাপানের সঙ্গে।’