লোকসান কাটিয়ে পৌনে ৭ কোটি টাকা লাভ করেছে বিটিসিএল

SHARE

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পনি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। একটানা ১৫ বছর যে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, এখন সেই প্রতিষ্ঠানটিই লোকসা কাটিয়ে লাভের মুখ দেখছে। বিটিসিএল ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএলের বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়।
বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০০৭-০৮ অর্থবছরে বিটিসিএলের লোকসান ছিলো প্রায় ৩৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমান ছিল প্রায় ৫০০ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।