জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা : পররাষ্ট্রমন্ত্রী

SHARE

ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এদিন তিনি দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
দুই জঙ্গিকে ছিনতাই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না। এটা সব দেশেই ঘটে।’
এ সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের মন্তব্য প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিছু রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না। কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে সাংবাদিকদের যত্নশীল হওয়ার আহ্বান জানাই।’
এ সময় সিলেট সদর আসনের এই সংসদ সদস্য দাবি করেন, গত শনিবার (১৯ নভেম্বর) বিএনপি সিলেটে যে জনসমাবেশ করেছে সেখানে যে লোক সমাগম হয়েছে তাতে বিএনপি হতাশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং বিশিষ্ট লোকসংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ। সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এতে সভাপতিত্ব করেন।