সূর্যের তাণ্ডবের ম্যাচে সাউদির হ্যাটট্রিক, বড় জয় ভারতের

SHARE

বিরাট কোহলির চোখে এটি আরেকটি ‘ভিডিও গেম ইনিংস’। সত্যিই তো! ব্যাটিংটাকে যেন গেমই বানিয়ে ফেলেছেন সূর্যকুমার যাদব। হাতের ছোঁয়াতেই যেন অনায়াসে হাঁকাচ্ছেন চার আর ছক্কা।

রোববার রাতে মাউন্ট মুঙ্গানুইতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজে হার্দিক পান্ডিয়ার দল এগিয়ে গেছে ১-০ তে। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বে ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে রীতিমত তাণ্ডব দেখান সূর্যকুমার। খেলেন ১১১ রানের বিধ্বংসী ইনিংস, মাত্র ৫১ বলে। সেঞ্চুরি করেন ৪৯ বলে।

ভারত তোলে ৬ উইকেটে ১৯১ রান। সেটাও আবার শেষ ওভারে টিম সাউদির হ্যাটট্রিক তোপ সামলে। শেষ ওভারে মোটে ৫ রান নিতে পারে ভারত। তারপরও শেষ ৫ ওভারে ৭২ তুলেছে সফরকারি দল। সেটা সম্ভব হয়েছে সূর্যর অতিমানবীয় ব্যাটিংয়ে।

সূর্যের তাণ্ডবের ম্যাচে সাউদির হ্যাটট্রিক, বড় জয় ভারতের

ভারতের ১৯১ রানের মধ্যে ১১১-ই সূর্যর। ভারতের ১৮ বাউন্ডারির ১১টিই মেরেছেন তিনি, ৯ ছক্কার মধ্যে ৭টি। বলা যায়, ওয়ান ম্যান শো।

ফলে শেষ ওভারে সাউদির কীর্তি অনেকটাই চাপা পড়ে হেছে। ভারতীয় ইনিংসের শেষ ওভারে সাউদি টানা ৩ বলে ৩ উইকেট নিয়ে কিউই পেসার ছুঁয়েছেন অনন্য রেকর্ড। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্বিতীয় হ্যাটট্রিক। যেখানে টিম সাউদি শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার পরে বিশ্বের দ্বিতীয় বোলার হয়েছেন যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাটট্রিকটি নিয়েছেন। শেষ ওভারের ৩য়, ৪র্থ ও ৫ম বলে হার্দিক পান্ডিয়া, দীপক হুদা ও ওয়াশিংটন সুন্দরকে আউট করেন সাউদি।

এরপর ১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনিংসের ৭ বল বাকি থাকতে ১২৬ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ৫২ বলে করেন ৬১। ডেভন কনওয়ের ব্যাট থেকে ২২ বলে আসে ২৫। বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি।

দীপক চাহার মাত্র ১০ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট।