শিডিউল জটিলতায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল : আব্দুল মোমেন

SHARE

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, শিডিউল জটিলতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফর বাতিল করেছেন।
আজ রোববার (২০ নভেম্বর) ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরাম লিডারশিপ সামিটের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন না, এটা আমি শুনেছি। উনারা শিডিউল মেলাতে পারছেন না।
ড. মোমেন আরও বলেন, তবে আগামীকাল সোমবার উনার সঙ্গে আমার কথা হবে। আমার কাছে সময় চেয়েছিলেন কথা বলার জন্য। তাই কাল কথা হবে।
আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। গতকাল শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফর বাতিলের কথা জানিয়েছে ঢাকার রুশ দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব ছিল মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সামনে আনতে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশকেও জোরালোভাবে পাশে পাওয়ার চেষ্টা করছে রাশিয়া।