১৮০০ কেজি মাংস নিয়ে কাতারে মেসি, সুয়ারেজরা

SHARE

বিশ্বকাপ চলাকালীন সময়ে ঘরোয়া খাবারের স্বাদ পেতে ৯০০ কেজি করে মাংস নিয়ে কাতার গিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে ফুটবল দল। কাতারে প্রায় এক মাস অবস্থান করতে হবে দলগুলোকে। আর এ সময় যেন খেলোয়াড়েরা খাবার নিয়ে কোনো সমস্যায় না পড়ে সেজন্য এমন উদ্যোগ নিয়েছে মেসি ও সুয়ারেজের দেশ।
সর্বোৎকৃষ্ট পুষ্টি সরবরাহের লক্ষ্যে বিশ্বের সেরা মাংস নিয়েই বিশ্বকাপে গেছে উরুগুয়ে, এমনটাই জানালেন এইউএফ প্রেসিডেন্ট ইগনাসিও আলোনসো।
তিনি বলেন, ‘সর্বোৎকৃষ্ট পুষ্টি পাবে জাতীয় দল। আমাদের দেশের ঐতিহাসিক প্রতিনিধিত্ব করে এইউএফ। এবার তারা আরেক প্রতিনিধি উরুগুয়ান মাংস, যেটা বিশ্বের সেরা মাংস, সেটা নিয়ে গেছে।’
দক্ষিণ আমেরিকার দেশগুলো মাংস উৎপাদনের জন্য সারা বিশ্বজুড়েই বিখ্যাত। একই সাথে তারা মাংসের বড় ভোক্তাও। দেশ দুটিতে আসাডো সবচেয়ে জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত। আসাডো মূলত মাংস বড় বড় করে কেটে সসেজ ও গ্রিল করে রান্না করা হয়।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এ প্রসঙ্গে বলেন, ‘মাংস ভাজা আমার পছন্দের খাবার। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ।’