মানুষের হাতে টাকা আছে, এখন সবাই ঘুরতে চায়: তথ্যসচিব

SHARE

দেশের অর্থনৈতিক উন্নতি হওয়ায় মানুষের হাতে টাকা আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এখন সবাই ঘুরতে চায়।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্যসচিব বলেন, পর্যটন নিয়ে বড় বই হলে, হ্যান্ডি (হাতে সহজে গ্রহণযোগ্য) না হলে অনেকে পড়তে চান না। এটি (বাংলাদেশের পর্যটন) একটি ছোট বই। বাংলা আছে, ইংরেজি আছে। পর্যটন নিয়ে আমাদের বেশি প্রচার করতে হলে এ ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং মানুষের হাতে টাকা আছে। আমাদের মাথাপিছু আয় এবং টোটাল অর্থনীতির যে অগ্রগতি হয়েছে, টাকা আছে আমাদের হাতে, মানুষ ঘুরতে চায়। এখন দেখবেন সবাই ঘুরতে চায়।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে। আমি মনে করি মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তাই নয়; এই বই আমাদের অর্থনীতিতে বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে।