এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ সৌদি যুবরাজের

SHARE

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে কথা হয় দুই নেতার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দুই নেতার।
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াদের সঙ্গে আঙ্কারার সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন সৌদি যুবরাজ। এক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের পথে অগ্রসর হয় দুই দেশ। বিশেষ করে কাতারের সঙ্গে রিয়াদের নেতৃত্বাধীন ব্লকের সংকট সমাধান হওয়ার পর সৌদি-তুর্কি সম্পর্কোন্নয়নের পথ উন্মুক্ত হয়। এর ধারাবাহিকতায় বালিতে এরদোয়ানের সঙ্গে হাত মেলাতে দেখা গেছে সৌদি যুবরাজকে।