আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছে পুলিশ: স্পিকার

SHARE

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে পুলিশ। এসময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সক্ষমতা বাড়ানোর ফলে দেশে জঙ্গি দমন ও সন্ত্রাস নিরসন সম্ভবপর হয়েছে।