ইনজুরিতে রিচার্লিসন

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের পেনাল্টি গোলের পর শেষদিকে পিয়েরে হজেবার্গের গোলে জয় পায় টটেনহ্যাম। তবে জয়ের দিনে দুঃসংবাদ হয়ে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের চোট। এই চোটে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা।
নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইএসপিএন ব্রাসিলকে বলেন, ‘এটা বলা কঠিন,এটা আমার স্বপ্নের কাছাকাছি। এর আগেও আমি একই ধরনের আঘাত ভোগ করেছি, যার ফলে দুই মাস মাঠের বাহিরে ছিলাম। আগামীকাল আমার একটা পরীক্ষা করব, কিন্তু এখন হাঁটতেও ব্যাথা হচ্ছে। তারপরও আমাকে কাতার যাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে।’
বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফের মাঠে নামবে টটেনহ্যাম। অন্যদিকে, এভারটনের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।