বিশ্বকাপের কারণে ক্লাবগুলো ২০০ মিলিয়নের বেশি ক্ষতিপূরণ পাচ্ছে

SHARE

আসন্ন কাতার বিশ্বকাপে বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাব তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারনে ফিফা ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলোকে ২০৯ মিলিয় ডলার দিবে বলে ঘোষনা দিয়েছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবগুলোকে সম পরিমান ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা।
এক বিবৃবিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভূক্ত করা হয়েছে।
এই ক্ষতিপূরণ ওই ক্লাবগুলোই পাবে যাদের খেলোয়াড়রা বিশ^কাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে।
শক্তিশালী ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সাথে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ^কাপ থেকে ফিফা খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে।
২০১৮ রাশিয়া বিশ^কাপে ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেয়া ক্ষতিপূরণ পেয়েছিল।