ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য : এরদোয়ান

SHARE

ইউরোপের জন্য তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অগ্রগতি সেটা দেখিয়ে যাচ্ছে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মন্তব্য করেন।
রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিশ্বের প্রতিটি অগ্রগতি এটা প্রকাশ করছে যে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অঞ্চলের জন্য তুরস্ক অপরিহার্য।
তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত হন এরদোয়ান। সেখানে শান্তি ও নিরাপত্তা নিয়ে ইউরোপ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তা নিয়ে তুরস্কের দর্শন, অবদান ও মূল্যায়ন তুলে ধরেন।
বৈঠকে এরদোয়ান আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে তুরস্ক এজিয়ান এবং ভূমধ্যসাগরের সমস্যা সমাধান করতে চায়।