ইনজুরিতে কাতার বিশ্বকাপে অনিশ্চিত দিবালা

SHARE

জুভেন্টাস থেকে এসে কেবলই রোমার জার্সিতে দারুণ ছন্দ পেয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাউলো দিবালা। একের পর এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে যাচ্ছেন তিনি। তবে গতরাতে বাঁ ঊরুতে গুরুতর ইনজুরিতে পড়েন দিবালা। তাতে শুরুর আগেই শেষ হতে পারে তার বিশ্বকাপ।
রোববার রাতে রোমার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকিওতে খেলতে নামেন আর্জেন্টাইন সেনসেশন। খেলায় রোমার হয়ে একটি গোলও পান। কিন্তু ৫০ মিনিটে মারাত্মক ফাউলের শিকার হন। গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।
খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো জানান, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, আমি আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’
২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে দলের অন্যতম সেরা ফরোয়ার্ড দিবালা। আর্জেন্টাইনদের হয়ে ফাইনালিসিমায় একটি গোলও পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে কি না আর্জেন্টিনাকে, সেটা মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না। তবে এটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার।