‌‘বাংলাদেশের বিশ্ব মন্দার চাপ মোকাবেলার সক্ষমতা রয়েছে’

SHARE

বিশ্ব মন্দার চাপ থাকলেও বাংলাদেশের তা মোকাবেলার সক্ষমতা রয়েছে বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজধানীর ঢাকা গ্যালারীতে এডিটরস গিল্ড আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এক মাসের রপ্তানি-রেমিট্যান্স কমে যাওয়াকে বড় কোন বিষয় মনে করছে না সরকার।
যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে রেকর্ড পরিমাণ শ্রমিক প্রবাসে পাঠানো হয়েছে যার সুফল মিলবে শীঘ্রই। এছাড়া রপ্তানিতেও তিন মাসের হিসেবে ভালো প্রবৃদ্ধি রয়েছে।
অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, সামনে যে বিশ্বমন্দার আভাস মিলছে তা মোকাবেলায় জোরেসোরে প্রস্তুতি নিতে হবে সরকারকে। এজন্য জ্বালানি আমদানি কমিয়ে নিজস্ব উৎসের উপর নির্ভরতা বাড়াতে জোর দেন তারা।
অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সোলারের উপর আরও জোর দেয়ার কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা।