মিরাজ-সাব্বিরের বিদায়ে চাপে বাংলাদেশ

SHARE

বাংলাদেশকে আহামরি বড় লক্ষ্য দেয়নি পাকিস্তান। তবে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সতর্কভাবেই শুরু করে দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। কিন্তু জুটিটি শেষ পর্যন্ত বেশি দূর যেতে পারেনি।
ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ ওয়াসিমের বলে স্কয়ার লেগে আসিফ আলীর তালুবন্দি হোন এই অলরাউন্ডার মিরাজ। সাজ ঘরে ফেরার আগে ১১ বলে ১০ রান করেন তিনি। মিরাজের বিদায়ের পর স্কোর বোর্ডে ১২ রান যুক্ত হতেই বিদায় নেন সাব্বিরও। হারিস রউফের বলে তারই তালুবন্দি হন ১৮ বলে ১৪ রান করা সাব্বির।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮। লিটস দাস ৬ ও আফিফ হোসেন ১ রানে ব্যাট করছেন।
এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ রিজওয়ান ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে তারা। ৫০ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন পাক ওপেনার রিজওয়ান।
শুক্রবার (৭ অক্টোবর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান।