টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন কর্নওয়াল

SHARE

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘ দেহের অধিকারী ক্রিকেটার অলরাউন্ডার রাকিম কর্নওয়াল। মাত্র ৭৭ বলেই ২২টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। মোট ২০৫ রান তুলে ছিলেন অপরাজিত।
বুধবার (৫ অক্টোবর) রাতে সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চিরি হাঁকান তিনি। যুক্তরাষ্ট্রের টি–টোয়েন্টি ক্রিকেট লিগে চার আর ছয়ের ফুলঝুরি ছড়িয়ে এমন কাণ্ড ঘটালেন রাকিম।
নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দেয়া রাকিম কর্নওয়াল স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারের হয়ে ওপেনে নেমে ২৬৬.২৩ স্ট্রাইক রেটে দীর্ঘ এই রানের পাহাড় গড়েন।
পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন এক টুইট বার্তায় কর্নওয়ালের এই ইনিংসের কথা জানান। যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও এ নিয়ে টুইট করেছে। তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’
এর আগে, টি–টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরিটি ছিল ভারতের সুবোধ ভাটির। দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চলতি বছর ৭৯ বলে ২০৫ রান হাঁকান সুবোধ। ইনিংসজুড়ে ১৭টি চার ও ১৭টি মারেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।