বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫৯৫ জনের, শনাক্ত প্রায় ৩ লাখ

SHARE

বিশ্ব গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৫ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৪৮৩ জন।

এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৯৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২ কোটি ৩২ লাখ ২১ হাজার ৫২১ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে, তারপরে রয়েছে রাশিয়া। অন্যদিকে শনাক্তে শীর্ষে অবস্থান করছে ফ্রান্স ও তাইওয়ান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে রোববার (২ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

জাপানে গত ২৪ ঘণ্টয় করোনায় মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪ হাজার ৮৯৪ জনে এবং শনাক্তের সংখ্যা হলো ২ কোটি ১৩ লাখ ১ হাজার ৮০ জন।

এরপর রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৩ জনের এবং শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ১৮৬ জন। দেশটিতে করোনায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ৩ লাখ ৮৭ হাজার ৩৭২ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ১০ লাখ ১৮ হাজার ৯৪২ জনে।

এছাড়া শনাক্তে শীর্ষে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৫৯৬ জন।