ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে আজ

SHARE

আজ আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের চার অঞ্চল অধিভুক্তির ঘোষণা দেবে রাশিয়া।

অঞ্চল চারটি হলো- লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিজঝিয়া ও খেরসন। এ উপলক্ষে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খবর বার্তা সংস্থা এপি’র।

ক্রেমলিনে এক অনুষ্ঠানে দলিলে সই করার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হবে। এতে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে চলে যাবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনের সেন্ট জর্জ হলে অনুষ্ঠান চলাকালীন রাশিয়ায় যোগদানের চুক্তিতে স্বাক্ষর করবেন ওই চারটি অঞ্চলের মস্কোপন্থী প্রশাসকরা।

এর আগে মঙ্গলবার রুশ অধিকৃত ইউক্রেনের ওই চারটি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এরপর অনেকটাই নিশ্চিত হয়ে যায় ওই চারটি অঞ্চলের ভাগ্য। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। রাশিয়ার দাবি, এই অঞ্চলগুলোর বাসিন্দার রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ভোট দিয়েছে।

তবে পশ্চিমারা ওই গণভোটের নিন্দা জানিয়ে এটিকে অবৈধ ও কারচুপিপূর্ণ বলে বর্ণনা করেছে। রুশ এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নতুন করে দেশটির ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।

এদিকে রুশ সীমান্তে বেড়েছে দেশ ছাড়তে চাওয়া নাগরিকের সংখ্যা। দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।