৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি অনুমোদন

SHARE

আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৮০ হাজার ৩১৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।
82769_1
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বিশাল আকারের এই এডিপির অনুমোদন দেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ‘যে টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে তা যেন যথাযথভাবে ব্যয় হয়। সচিবদের আমি নির্দেশ দিচ্ছি তারা যেন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত হচ্ছে কিনা তা সরেজমিনে দেখেন।’

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব রোধ করা গেলে বাড়তি প্রকল্প ব্যয়ও রোধ করা যাবে। মনে রাখতে হবে আমরা যদি জনগণের ভাগ্য গড়ে দিতে পারি কেবলমাত্র তখনই আমরা সার্থক।’

প্রধানমন্ত্রী বলেন, আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এটা সম্ভব হলে ২০২১ নয় ২০১৯ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।

নতুন এডিপিতে সায়ত্ত্বশাসিত সংস্থাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৬৮১ কোটি টাকা।

অনুমোদিত এডিপির মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

তিনি জানান, এডিপিতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নির্মাণের জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের চাহিদা ও আমাদের সক্ষমতার মধ্যে সমন্বয় করে এ এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। ২০০৯ সালে সরকার গঠনের বছর এডিপি ছিল ২৩ হাজার কোটি টাকা। আর এ বছর তা ৮৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘এডিপির এটাই নির্দেশ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। বাংলাদেশ এগিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ১১৮০ ডলার।’

পদ্ম সেতু বাস্তবায়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘এ বছর পদ্মা সেতুর জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুন মাসে পদ্মা সেতুর ওয়ার্ক অর্ডার দেয়া হবে এবং আগামী অর্থবছর থেকেই মূল সেতুর কাজ শুরু হবে। আগামী ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যেই পদ্মা সেতু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।’

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, নতুন অর্থবছরের এডিপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার ২৮৪ কোটি টাকা বৃদ্ধি করেছেন।