অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

SHARE

অবশেষে চলতি মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সঙ্গে ইউরোপা লিগেও প্রথম গোল করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শেরিফ টিরাস্পোলকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চলমান ইউরোপা লিগে ইউনাইটেডের দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পান রোনালদো। ডিওগো ডালট বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ সুপারস্টার। ৩৭ বছর বয়সী এই তারকার এটি ছিল ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল।

যদিও ইউনাইটেডের প্রথম গোল আসে ম্যাচে ১৭ মিনিটে। শুরুতেই সফকারীদের লিড এনে দেন জ্যাডন সানচো। এই মৌসুমে তৃতীয় গোল করলেন তিনি এবং এমন দিনে, যে দিন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের শেষ ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার।

ইউরোপা লিগ হার দিয়েই শুরু করেছিল এরিক টেন হ্যাগের দল। রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারে নিজেদের প্রথম ম্যাচ। ‘ই’ গ্রুপে শীর্ষে থাকা লা লিগা দলটির পরেই এখন তাদের অবস্থান।