যুক্তরাষ্ট্রে আইজিপি ড. বেনজীর আহমেদকে প্রবাসীদের সংবর্ধনা

SHARE

জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়া আইজিপি ড. বেনজীর আহমেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশান ট্যারাস সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পুলিশ প্রধান। গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে সামিটে অংশ নেন ৬ সদস্যের প্রতিনিধি দল। যেখানে আইজিপি ছাড়া অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ। বেনজীর আহমেদ আগে র‌্যাবেই ছিলেন। বাহিনীটির সাবেক প্রধান হিসেবে তিনি নিষেধাজ্ঞায় পড়েন।