মাঠে নামলেই সাকিবের ‘সেঞ্চুরি’!

SHARE

সাকিব আল হাসানকে হাতছানি দিচ্ছে সেঞ্চুরি। না, ব্যাট হাতে করবেন কিনা, সেটি পরের হিসেব। আজ (মঙ্গলবার) আফগানিস্তানের বিপক্ষে টস করতে নামলেই ‘সেঞ্চুরিয়ান’ হয়ে যাবেন টাইগার অধিনায়ক।

এই সেঞ্চুরিটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার। বর্তমানে সাকিব দাঁড়িয়ে ৯৯ ম্যাচে। আজই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।

মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।