ফেরদৌস ওয়াহিদের শারীরিক অবস্থার খবর জানালেন হাবিব

SHARE

কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সেইখানে ওপেন হার্ট সার্জারি হয়েছে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদের পুত্র সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

বাবার শারীরিক অবস্থা জানিয়ে ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হাবিব ওয়াহিদ। লেখার শুরুতে এ শিল্পী বলেন, ‘আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় জনাব ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন। দেশের স্বনামধন্য হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির তার সার্জারি করেন। সার্জারিটি মোটেও সহজ ছিল না। কিন্তু উনার দক্ষ হাতে খুব ভালোভাবেই তা সম্পন্ন হয়।’

চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাবিব ওয়াহিদ বলেন—‘ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্নসহকারে আমাদের প্রিয় এই পপ সম্রাটের দেখাশোনা করছেন ডাক্তাররা; যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

৬৯ বছর বয়েসী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। গত ১৪ জুলাই দিবাগত রাতে হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।