১৯ জুলাই পালন করা হবে বুস্টার ডোজ দিবস

SHARE

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এই দিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি কেন্দ্রে বুস্টার ডোজ দিবস উপলক্ষে টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।