গায়ানার উইকেট মিরপুরের চেয়েও বাজে: তামিম

SHARE

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গায়ানার উইকেটে হঠাৎ করেই বল টার্ন করছে, আচমকা নিচু হয়ে যাচ্ছে, পিচের কন্ডিশন বোঝা ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন ছিল। এসব উইকেটে ক্রিকেটারদেরে বিচার করা ঠিক না। এক কথাোথা মিরপুরের চেয়েও বাজে উইকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১৩ জুলাই) ম্যাচ জিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তামিম বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ম্যাচগুলোই ছিল চ্যালেঞ্জিং। এ উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন আগে থেকে বোঝা কঠিন। এর প্রতিচ্ছবিতো দেখতেই পাচ্ছেন দুই ম্যাচেই, ১০০ আর ১৫০ রানের খেলায়।

তিনি বলেন, গায়নার এ উইকেটে আপনি নিজের মতো ব্যাটিং করতে পারবেন না। এ ধরণের উইকেটে স্পিনাররা বেশি সাপোর্ট পাচ্ছে। তাই ম্যাচ শুরুর আগে আমাদেরও একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছিল।

দেশসেরা এ ওপেনার বলেন, আমি আর শান্ত মিলে যে ৪৮ রানের পার্টনারশিপ করেছি এটি খুবই অসাধারণ ছিল। কারণ রানের বিবেচনায় দেখতে একটু ছোট লাগলেও উইকেট বিবেচনায় এটা ১০০ রানের সমতুল্য।