বাবর আজমদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ওয়াকার

SHARE

এ বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে তিন দশক আগে ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি রয়েছে পাকিস্তানের। তাইতো এবার আরও একটি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাকদের। এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস।

খেলোয়াড়দের ফর্ম ও সামর্থ্য বিবেচনা করেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকর সম্ভাবনা দেখছেন পাকিস্তানের পাকিস্তান জয়ের,‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে।’

ব্যাটিংয়ে বাবর–রিজওয়ানই পাকিস্তানের মূল অস্ত্র। এমনটাই মনে করেন ওয়াকার, ‘টপ অর্ডারে বাবরই হবে আমাদের মূল ব্যাটসম্যান। আমি মনে করি, সে বরাবরের মতোই নিজের ছাপ রাখবে। আর রিজওয়ানও তো খুব ভালো খেলছে। আমাদের বোলিংটা তো অন্যতম সেরা।’

এখন পেসার শাহিন আফ্রিদির কাঁধেই পাকিস্তানের বোলিংয়ে নেতৃত্বটা। তবে ওয়াকার মনে করেন, অন্য বোলাররাও দলকে সাফল্য এনে দেবেন, ‘আমরা গত এক বছরে ছয়–সাতজন ফাস্ট বোলারকে খেলিয়েছি। সবাই ভালো করেছে। আমার মনে হচ্ছে, হারিস রউফ ও শাহিন আফ্রিদিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হাসান আলীকেও ভুললে চলবে না, সে–ও খুব ভালো বোলার।’

পাকিস্তানের স্পিনারদের নিয়েও আশাবাদী ওয়াকার, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং তো খুবই ভালো। এখন শাদাব ও নেওয়াজের মতো দুই ভালো স্পিনারকে সঙ্গী করে ওদের ভালো করতে হবে।’

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।