ভুবনেশ্বরের বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের

SHARE

ভারত : ১৭০/৮ (২০.০ ওভারে)
ইংল্যান্ড : ১২১/১০ (১৭.০ ওভারে)
ফল : ভারত ৪৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ভুবনেশ্বর (ভারত)।

টেস্ট অধিনায়ক হয়ে ইংল্যান্ডে পা রেখে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খেলতে পারেননি বার্মিংহাম টেস্ট। টিম হোটেলে আইসোলেশনে থেকে টেলিভিশনে দেখতে হয়েছে দলের হার।

করোনাভাইরাস থেকে সেরে উঠে সেই বার্মিংহামেই অধিনায়ক রোহিত পেয়েছেন টি-২০ ট্রফি জয়ের স্বাদ। ভুবনেশ্বর (৩/১৫), বুমরাহ (২/১০), চাহালের (২/১০) বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-২০ সিরিজ জিতেছে (২-০) রোহিতের দল।

বার্মিংহামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অভিজ্ঞ ক্রিস জর্ডান (৪/২৭) এবং অভিষিক্ত পেসার রিচার্ড গ্লেসনের (৩/১৫) বোলিংয়ে ভারত থেমেছে ১৭০/৮-এ। রোহিত ২০ বলে ৩১, পন্ট ১৫ বলে ২৬ করেছেন। গ্লেসনের বলে লং অনে ক্যাচ দিয়ে থেমেছেন কোহলি মাত্র ১ রানের মাথায়। রবীন্দ্র জাদেজা ২৯ বলে ৫ চার এ ৪৬ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে।

শুরুতেই আঘাত হেনেছেন পেসার ভুবনেশ্বর। ইনিংসের প্রথম বলে জেসন রয় দিয়েছেন স্লিপে ক্যাচ (০)। ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারে সুইং বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাটলার (৫ বলে ৪)। ভুবনেশ্বরে বোলিংয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩ উইকেট (৩৬/৩) হারিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৬০/৬। সেখান থেকে মইন আলীর ২১ বলে ৩৫ রানে তিন অঙ্কের নাগাল পেয়েছে ইংল্যান্ড।