রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানির বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

SHARE

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। অন্যান্য দেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করে সংকট মোকাবেলার চেষ্টা করছে। বাংলাদেশের কাছেও অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

সেই পথে হাঁটবে কিনা বাংলাদেশ- শুক্রবার সিলেটে সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে। এ সময় একটি উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করবে না। তখন অন্য সমস্যা তৈরি হবে।

তাহলে এ সংকট কীভাবে মোকাবেলা করবেন? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আরও সাশ্রয়ী হব। পাশাপাশি অন্য কোনো দেশ থেকে আমদানি করা যায় কিনা সেই চেষ্টা চলছে। আমার মনে হয় আমরা সাশ্রয়ী হলে এ সংকট উত্তরণ করতে পারব।