‘আদর্শের জায়গা খুঁজতে শেখ হাসিনাকে অনুসরণ করো’

SHARE

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনেরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপস করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটি দৃষ্টান্ত। যদি ভালো কিছু করতে হয়, যদি উন্নয়নের জন্য কিছু করতে হয়, যদি আদর্শের জায়গা খুঁজতে হয়, যদি মায়ের মমতার জায়গা খুঁজতে হয় তাহলে একটাই জায়গা, শেখ হাসিনাকে অনুসরণ করা।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম আয়োজিত সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী যথাযথ মূল্যায়ন করেছেন জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, ‘সাহারা খাতুনকে এমপি করেছেন, তাঁকে একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করেছেন। নেত্রী জানেন কাকে কীভাবে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা যেটা বলবে সেটাই রাইট।’

‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি তাদের মনে রাখতে হবে দল আওয়ামী লীগ আর নেতা একজনই শেখ হাসিনা।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের উপাচার্য ডাক্তার মো. শারফুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।