টিসিবির পণ্য বৃহস্পতিবারও বিক্রি হবে

SHARE

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) পর্যন্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা থাকলেও সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত বাড়িয়েছে।

অধিকাংশ এলাকায় বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ না হওয়ায় দুদিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে টিসিবি।

বুধবার (৬ জুলাই) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দেশের অনেক এলাকায় এখনও ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শেষ হয়নি। সেজন্য সময় বাড়ানো হয়েছে।

তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে কার্ডে পণ্য বিক্রি হয়েছে ৭৫ শতাংশের মতো। অনেকে ঈদ উপলক্ষে গ্রামে চলে যাওয়ায় পণ্য নিতে পারেননি। সেজন্য ঈদের পর দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি চলতে পারে।

সারা দেশে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডে বিপণনের সিদ্ধান্ত নেয় টিসিবি।