মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে

SHARE

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসলেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন শিবসেনার এই বিদ্রোহী নেতা। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের দুই বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণার পর একনাথ শিন্ডে বলেন, ‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ফডণবীসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্ডে আরও বলেছেন, ‘বিজেপির ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডণবীস। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী, অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ।’

নতুন মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতে না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফডণবীস। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে দেবেন্দ্রকে উপমুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি, এমন মন্তব্য করেন জে পি নড্ডা। এরপরই টুইট করে ফডণবীসের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর জানান নড্ডা। জানা গেছে, অমিত শাহ, নড্ডার অনুরোধেই শেষ পর্যন্ত এ প্রস্তাবে রাজি হয়েছেন ফডণবীস।

বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, সরকারে থাকা উচিত দেবেন্দ্র ফডণবীসকে। ওঁকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব বলেছেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করুন ফডণবীস।’

ভারতের সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের প্রমাণ দিতে বিধানসভায় ভোটাভুটি আয়োজনের নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরই বুধবার উদ্ধব ঠাকরে পদত্যাগের ঘোষণা দেন।

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশকে টুইটারে বার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার