ইউক্রেন যুদ্ধ শেষ হতে অনেক দেরি : ওবামা

SHARE

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন যুদ্ধ শেষ হতে অনেক দেরি বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তার অনুমান, এ যুদ্ধে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে।

কোপেনহেগেন ডেমোক্রেসি ফোরামে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে ৪৪তম প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

ইউক্রেনীয়দের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চলমান রাখার আহ্বান জানান বারাক ওবামা। তিনি বলেন, সমগ্র বিশ্বে গণতান্ত্রিক ধারা ব্যহত হচ্ছে। গণতন্ত্র ধরে রাখতে হলে এর জন্য লড়াই করতে হবে।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন সাহসী প্রতিরোধ গড়ে তুলেছে উল্লেখ করে বারাক ওবামা বলেন, তারা শুধুমাত্র তাদের সার্বভৌমতা রক্ষা করতে এক হয়নি, তাদের গণতান্ত্রিক পরিচয়ের জন্য এক হয়েছে।
খবর এনবিসি