ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের হোঁচট

SHARE

ক্লাব মৌসুম শেষ হতেই শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। প্রয়োজনীয় বিশ্রামের ফুসরুত নেই খেলোয়াড়দের। নেশনস লিগের প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে হারের পর এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

সোমবার রাতে স্তাদিও পোলজুদ স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। আদ্রিয়ান রবিওট গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর শেষ দিকে সমতা টানেন আন্দ্রেই ক্রমারিচ।

আগের ম্যাচের একাদশে ১০টি পরিবর্তন আনেন ফ্রান্স কোচ। শুধু ফ্রান্স নয় আসরে প্রথম ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়াও। ওই ম্যাচের দলে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামেন ক্রোয়েশিয়া কোচও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

তবে বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙেন আদ্রিয়ান রবিওট। তার চমৎকার গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে জয়ই দেখছিলো ফরাসিরা। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান আন্দ্রেই ক্রমারিচ।

বাকিটা সময় আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা।