নাদালের মুকুটে আরেকটি পালক

SHARE

অনেক দিন ধরে বয়ে বেড়ানো বাঁ পায়ের চোট নিয়ে বেশ অস্বস্তিতে ছিলেন। নোভাক জকোভিচের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইকে রোলা গাঁরোয় নিজের শেষ ম্যাচও বলেছিলেন রাফায়েল নাদাল। অথচ এই চোট নিয়েই কিনা অবিশ্বাস্যভাবে জিতেছেন ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম।

রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের কাসপার রুডকে ৬-৩, ৬-৩, ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ক্লে-কোর্টে ১৪তম বারের মতো ট্রফি জিতেছেন এ স্প্যানিয়ার্ড। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জয়ের নতুন রেকর্ড গড়েছেন গত শুক্রবার ছত্রিশে পা দেওয়া নাদাল। এতদিন সবচেয়ে বেশি বয়সী হিসেবে রোলা গাঁরোয় জয়ের রেকর্ডটি ছিল আন্দ্রেস হিমেনোর। ১৯৭২ সালে ৩৪ বছর ১০ মাস বয়সে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ডস্লামটি জিতেছিলেন প্রয়াত স্পেনের হিমেনো।

এ নিয়ে ১৪ বার ফাইনালে উঠে সবক’টিই জেতা নাদাল আবারও প্রমাণ করেছেন লাল দুর্গের রাজা তিনিই।