র‌্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার

SHARE

ঢাকা: নারায়ণগঞ্জে ৬ কোটি টাকার বিনিময়ে সাতজনকে খুনের ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের পর এবার টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করা হয়েছে। তাদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
image_91766_0
রোববার তাদের প্রত্যাহার করা হয়।

গত শুক্রবার কুমিল্লা থেকে দেড় লাখ টাকাসহ চার ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি টিম। কিন্তু তালিকায় ৬০ হাজার টাকা জব্দ দেখিয়ে বাকি ৯০ হাজার টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা র‌্যাব সদর দপ্তরে একটি অভিযোগ করেন। পরে তদন্তে তাদের অন্যায়ভাবে আটক এবং অর্থ আত্মসাতের সত্যতা খুঁজে পায় র‌্যাব। এরই প্রেক্ষিতে সিপিসি-৩ এর সকল সদস্যকে সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।

তবে র‌্যাব সদর দপ্তর প্রত্যাহারের বিষয়টিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছে।