ঢাকা: অবশেষে শ্রীলঙ্কার সাবেক টেস্ট ক্রিকেটার চন্দিকা হাথুরুসিংহেই হলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ।সোমবার বিকেলে বিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
এছাড়া কন্ডিশনার কোচ হিসেবে মালিও ভিলা ভারায়েরকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। শ্রীলঙ্কা দলের সাবেক এ উদ্বোধনী ব্যাটসম্যান যে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন তা অনেকটা আগেই প্রকাশ পায়। তবে হাথুরুসিংহে এর মধ্যে স্বদেশের কোচ হতে আগ্রহও দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবেই আত্মপ্রকাশ করলেন।
এর আগে দীর্ঘদিনের দল নিউ সাউথ ওয়েলসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় এবং ছাড়পত্র নিয়ে নেন হাথুরুসিংহে। তখনই এক প্রকার নিশ্চিত হয়ে যায়, বাংলাদেশ দলের পরবর্তী প্রধান কোচ তিনিই হতে যাচ্ছেন। বাকী ছিল কেবল আনুষ্ঠানিকতা। বিসিবি সভাপতির ঘোষণায় সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হল।