দিলশানের সেঞ্চুরি, সাঙ্গাকারার বিরল রেকর্ড

SHARE

dilshan11বিশ্বকাপে টানা তিন সেঞ্চুরির রেকর্ডটা কুমার সাঙ্গাকারা আগের ম্যাচেই করেছিলেন। এবার প্রায় অনাতিক্রম্য এক রেকর্ড গড়লেন লঙ্কান গ্রেট ব্যাটসম্যান। বুধবার হোবার্টে স্কটল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করেছেন তিনি। যা চলমান বিশ্বকাপে তার টানা চতুর্থ সেঞ্চুরি। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা চার সেঞ্চুরির বিরল রেকর্ড গড়লেন সাঙ্গাকারা।

অপরপ্রান্তে সেঞ্চুরি করেছেন তিলকারত্নে দিলশানও। এটি তার ক্যারিয়ারের তম ২২তম সেঞ্চুরি। বিশ্বকাপে ৪র্থ সেঞ্চুরি। কিন্তু সাঙ্গাকারার অর্জনের কাছে সেটিও ক্লিশে ঠেকলো কিছুটা। যদিও সাঙ্গাকারার এক বল আগেই সেঞ্চুরি করেছেন দিলশান। তবে ইনিংসের ৩৫তম ওভারে সেঞ্চুরি করে ফিরেছেন তিনি। ডাবির শিকার হওয়ার আগে দিলশান ৯৯ বলে ১০১ রান (১০ চার, ১ ছয়) করেন।

৩৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। সাঙ্গাকারা ১০১, জয়াবর্ধনে ২ রানে ব্যাট করছেন।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে লাহিরু থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে দিলশান-সাঙ্গাকারা ১৯৫ রানের জুটি গড়েন।