আইনজীবীদের মহাসমাবেশ ২৪ মে, থাকবেন খালেদা

SHARE

ঢাকা: নারায়ণগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাত অপহরণ ও খুনের ঘটনা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্নহস্তক্ষেপ বন্ধ ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে আইনজীবীদের নিয়ে মহাসমাবেশ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

image_91797_0

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ২৪ মে সুপ্রিমকোর্ট চত্বরে এ সমাবেশের আয়োজন করেছে।

সোমবার সুপ্রিমকোর্টের দক্ষিণ মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে খোকন বলেন, ‘আইনজীবীদের এ মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সমাবেশে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী,অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।