চোট কাটিয়ে টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন

SHARE

গত নভেম্বরের পর থেকে চোটের জন্য খেলতে পারেননি টেস্ট। তবে এবার সুস্থ হয়ে নিউ জিল্যান্ড টেস্ট দলে ফিরলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে। এদিকে নিউ জিল্যান্ডের সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল, ক্যামেরন ফ্লেচার, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি। ২ জুন লর্ডসে শুরু প্রথম টেস্টের আগে ২০ জনের দল নামিয়ে আনা হবে ১৫ জনে।

কিউই টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও। গত নভেম্বরে ভারত সফরে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখানোর পর আর টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। ২০১৩ সালে টেস্ট অভিষেকে ডানেডিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলা হামিশ রাদারফোর্ডও ফিরেছেন দলে।

নিউ জিল্যান্ড টেস্ট স্কোয়াড:

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়্যাগনার, উইল ইয়াং।